চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, দেশ নিয়ে দেশের ভেতর ও বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শুক্রবার (২১ মার্চ) স্থানীয় মাদরাসা মাঠে ভুজপুর থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার আলমগী বলেন, নতুন করে আর কোনো ষড়যন্ত্র এ দেশের শান্তিপ্রিয় মানুষ মেনে নেবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের ৩১ দফা মানলে এ দেশ বাঁচবে।
ভুজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে ও জাহেদুল আলম মেম্বার এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, তাহের সিদ্দিকী, মনুসুর আলম চৌধুরী, আবু তালেব, এনামুল হক, আবুল খায়ের, একরামুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
পিডি/টিসি