ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
চট্টগ্রামে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবক মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার ওই যুবক নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সদস্য।

গোপনে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি সোলায়মান বলেন, গ্রেপ্তার ফাইয়াজ আমাদের জানিয়েছেন, তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।