ঢাকা, শনিবার, ৮ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দুই পক্ষে সংঘর্ষ-গুলি, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
চট্টগ্রামে দুই পক্ষে সংঘর্ষ-গুলি, আহত ৪ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীতে কুসুমবাগ এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে  গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।  

শুক্রবার (২১ মার্চ) রাতে নগরীর খুলশী থানার কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের এক সূত্র বলে, ‘সংঘর্ষ-গুলিতে দু’জন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

 

এদিকে ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।