ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ঈদে নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
চট্টগ্রামে ঈদে নিরাপত্তা জোরদারে চেম্বার প্রশাসকের আহ্বান

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতরে নগর ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতি চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ঈদ বাজারে নতুন টাকা সরবরাহ না থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে নতুন টাকা বিক্রি হচ্ছে। নতুন এ টাকার সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনকে গুরুত্ব দিতে হবে।

জনসাধারণের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে চুরি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি তৎপরতা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়াতে হবে।

ঈদযাত্রায় বৃহত্তর চট্টগ্রামের আন্তজেলা মহাসড়ক ও নগরের অভ্যন্তরীণ সড়কগুলো যানজটমুক্ত রাখা, বাস-লঞ্চ টার্মিনালে ভাড়া সহনীয় পর্যায়ে রেখে জনদুর্ভোগ লাঘবে এবং দুর্ঘটনা রোধে লঞ্চ-ট্রেনে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা ও চালকদের দুর্ঘটনা এড়াতে দ্রুতগতি ও ওভারটেকিং না করার পরামর্শ দেন তিনি।  

চেম্বার প্রশাসক ঈদের ছুটিতে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন বিপণিকেন্দ্র ও অফিস আদালত বন্ধ থাকায় ডাকাতি, লুটপাট ও অগ্নি দুর্ঘটনা থেকে নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা সৃষ্টি ও পুলিশি টহল বাড়ানোর আহ্বান জানান।  

তিনি চেম্বারের সব সদস্য প্রতিষ্ঠানকে ঈদের আগে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ জানান।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।