ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আ.লীগের আরও ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
চট্টগ্রামে আ.লীগের আরও ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।  

রোববার (২৩ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (২৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- আজাদ (২৫), রবিউল আলম চৌধুরী আরিফ (৪৯), ফিরোজ (৩৮), নিলয় দাশ (২৭), সম্ময় মজুমদার (২৭), জসিম (৫০), মকবুল হোসেন (৬৫), শাহেদ (২০), আমিরুল ইসলাম (২০), জয়নাল আবেদীন (২৪), সাকিব (২২), রবিউল হোসেন সাকিব (২২), ভুবন দাশ (৩৯), ইমাম হোসেন (৪৮),  সজিব (২১), শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মহিউদ্দিন (৪৫), আব্দুল মালেক মাসুদ (৩২), জালাল উদ্দিন প্রকাশ জালাল হোসেন বাবুল (৩৮), মোহাম্মদ খোকন (৪৫), সাইফুল ইসলাম সুজন (২১), সুমন (২২), ইয়াসিন (১৮), আব্দুস শুক্কুর (৫৪), মুনতাসিরুল আদন ইয়ামিন (১৯), আনোয়ার আজিম (৩৬), শাকিল প্রকাশ বাবু প্রকাশ ছোট বাবু (৩২), বদিউল আলম প্রকাশ বদি (২৯), আবুল বাশার (৩৯), আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩), বেলাল (২৬), ইয়াছিন আরাফাত প্রকাশ বেলাল (৩২), হামিদুর রহমান প্রকাশ আবির হোসেন (২৬), হাসনাইন (১৯), আরিফ হোসেন প্রকাশ মাইকেল (২২), সুমন (২৭),  রিপন আলী জমিদার (৪২), জুবায়ের আব্দুল্লাহ (১৯), এমরান শেখ (২৪), সাইফুল প্রকাশ শাকিল (২০), আব্দুর শুকুর (২৪), ইকবাল হোসেন হৃদয় (২১), সজিব খান (৩৩) ও সোহেল (২৮) ।

চট্টগ্রাম মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।