ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
মীরসরাইয়ে শহীদ মিনারে ১৪৪ ধারা জারি ...

চট্টগ্রাম: সংঘর্ষের আশঙ্কায় মীরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।  

বুধবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৬টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা জারির বিষয়টি জানান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত সংক্ষুব্ধ কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে মর্মে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ করেছেন।

সেই পরিপ্রেক্ষিতে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসন চত্বর ও এর আশপাশের ৫০০ গজ এলাকায় ২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য-আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্র বহনসহ ওই এলাকায় পাঁচজনের অধিক ব্যক্তির একত্রে চলাফেরা বা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে,গত ১৮ মার্চ মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর ২৪ মার্চ মীরসরাই উপজেলা, বারইয়ারহাট ও মীরসরাই পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির বিরোধিতা করে ২৫ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা বিএনপির একাংশ।  

ইউএনও মাহফুজা জেরিন বলেন, মীরসরাই উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের গোয়েন্দা তথ্য এবং ওসির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ৫০০ মিটারের মধ্যে সংঘাত এড়াতে ও জনগণের জানমাল রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

তিনি বলেন, শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও রাষ্ট্রীয়ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অন্যান্য সব কার্যক্রম স্বাভাবিকভাবে পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।