ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উচ্চশিক্ষার ছুটি শেষে দেশে না ফেরায় চাকরি গেলো চবির ২ শিক্ষকের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
উচ্চশিক্ষার ছুটি শেষে দেশে না ফেরায় চাকরি গেলো চবির ২ শিক্ষকের ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দুই বছর আগেই শেষ হয়েছে উচ্চশিক্ষার জন্য নির্ধারিত ছুটি। বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার পাঠানো হয় চিঠিও।

তবে এতে কোনো সাড়া পাওয়ায় চাকরিচ্যুত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে।

বুধবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৫৬০ তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়।

 

চাকরি হারানো দুই শিক্ষক হলেন- চবির অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল। এছাড়াও জালিয়াতির অভিযোগে চবির বিজ্ঞান ওয়ার্কশপের টেকনিশিয়ান আব্দুল হাদিকেও চাকরিচ্যুত করা হয়েছে একই সিন্ডিকেট সভায়।

জানা গেছে, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নিয়ে কানাডায় পিএইচডি করতে যান। তার ছুটির মেয়াদ শেষ হয়ে যায় ২০২৩ সালের ৩ জানুয়ারি। অপরদিকে শিক্ষক রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য কানাডায় যান। তার ছুটির মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালের ১৪ জুলাই। কিন্তু বর্তমানে তারা দুজনেই ছুটি ছাড়া বিদেশে অবস্থান করছেন।  

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শান্তনু দেব বর্মণ ও রিফাত দারিনা কামাল বিদেশ যাওয়ার পর আর দেশে ফিরে আসেননি। তাদেরকে একের পর এক চিঠি দেওয়া হলেও তারা কোনো উত্তর দেননি। এজন্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করে তাদেরকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। শুধু এই দুইজন নয়, আরও অনেক শিক্ষক বিদেশ গিয়ে দেশে ফিরছেন না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।