চট্টগ্রাম: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নগরের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটা থেকে নগরের সাগরিকা, অলংকার, কর্নেলহাট ও একে খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে এ যৌথ অভিযান চালানো হয়।
বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপির ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম নিয়ে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম-১১ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।
এ সময় তিনি জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
অভিযানে সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
পিডি/টিসি/জেএইচ