ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘১৬ বছর জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
‘১৬ বছর জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা হয়েছে’

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করেছে। কিন্তু প্রকৃত ইতিহাস রচনা করবেন ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা নয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল নতুন একটি স্বাধীন দেশ গঠনের জন্য, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য। তাই ইতিহাসের এ পার্থক্য আমাদের মনে রাখতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং মুক্তিযুদ্ধের সূচনা থেকে শুরু করে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী এবং সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী। আমরা চাই, দেশের প্রতিটি মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক এবং সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠুক।

নগরের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে এবং মো. ইদ্রিসের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম, শাকিল আহমেদ, শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম সরদার, রাসেল পারভেজ সুজন, আবদুস সাত্তার, নাছির উদ্দিন, ইলিয়াস, রিপন ও আবুল হোসেন।

মেয়র সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী। এখানে অনেক ধনী আছেন। আপনাদের উচিত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫ 
এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।