ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদে ভ্রমণপিপাসুদের ডাকছে চট্টগ্রামের ফয়’স লেক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
ঈদে ভ্রমণপিপাসুদের ডাকছে চট্টগ্রামের ফয়’স লেক ...

চট্টগ্রাম: পাহাড়ে মাঝে শীতল পানির লেক। যেখানে পর্যটকরা নিতে পারেন কায়াকিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা।

দুই পাহাড়ে ঝুলে যাওয়ার আনন্দ নেওয়া যাবে ফয়’স লেকেই। দুপুরে কড়া রোদে সী ওয়ার্ল্ডের সুইমিংপুলে কৃত্রিম ঢেউয়ের সঙ্গে মেতে উঠতে পারেন পরিবারের সবাইকে নিয়ে।
 

ইট-পাথরের বড় হোটেল বাদ দিয়ে অবসর সময় কাটানো যাবে গ্রামীণ ছোঁয়ায়। যেখানে সতেজ প্রকৃতির স্নিগ্ধতা মিলবে।  

ঈদকে কেন্দ্র করে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে অনেকগুলো রাইড নিয়ে। এর মধ্যে আছে- সার্কাস সুইং, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, ফেরিস হুইল, পাইরেট শিপ, কফিকাপ, রেড ড্রাইল্লাইড, ইয়োলো ড্রাই-স্লাইড, বাগ বইন্স। এছাড়াও খাবার-দাবারের জন্য রয়েছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট, যেখানে পাওয়া যাবে দেশি-বিদেশি নানা রকম আয়োজন।  

পাহাড়তলীর ৩৩৬ একর জায়গার ওপর গড়ে ওঠা বিনোদনকেন্দ্রে জীববৈচিত্রময় প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ ঘটেছে। শহরের কোলাহল থেকে দূরে ঈদের দিনটি করে তুলতে পারে অতুলনীয় আনন্দময়। ঈদুল ফিতরের উৎসবমুখর দিনগুলো পরিবার কিংবা বন্ধুরা মিলে সবুজ প্রকৃতি, স্বচ্ছ লেকের জলরাশি আর পাহাড় ঘেরা পরিবেশে কাটাতে পারেন আনন্দ বিনোদনে। প্রকৃতির কোলে গড়ে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমির মাঝে এই পার্কে  রয়েছে অত্যাধুনিক আনন্দময় রাইডস, আনন্দে হারিয়ে যাওয়ার মতো ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য বেইসক্যাম্প।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক

সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন ফয়’স লেক কনকর্ডে। পুরো পার্কজুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য, সাথে আধুনিক বিনোদন ব্যবস্থা।  বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইলসহ আরও অনেক রাইড রয়েছে জন্য আর শিশু-কিশোরদের জন্য হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, বাম্পার বোটসের মতো রাইডস ছোটদের মন জুগিয়ে রাখবে সারাক্ষণ। ঈদ উপলক্ষ্যে বাড়তি দর্শনার্থী আকর্ষণ ও সেবা প্রদানের প্রস্তুতির অংশ হিসেবে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে নতুন ছয়টি রাইড স্থাপনের কাজ চলছে। নতুন এই রাইডগুলো হচ্ছে- স্কাই হুপার মিডি ড্যান্স, কিডল হুইলস, কিডল টাওয়ার, এয়ারবোন শট ও ফ্লাইং বাস।  

সী ওয়ার্ল্ড

ফয়’স লেকের এক প্রান্তে গ্রীষ্মের বিশেষ আকর্ষণ হিসেবে আছে সী ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর এই ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস যেমন: ওয়েভ পুল, মাল্টি স্লাইড, ড্যানসিং জোন ইত্যাদি। অতিথিদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা করা আছে। ঠিক পার্কের ভিতরেই সকল বয়সীদের জন্য রয়েছে গিফট শপ আর খাবারের দোকান, যেখান থেকে অনায়েসেই আপনারা কেনাকাটা করতে পারবেন। ওয়াটার পার্ক সী ওয়ার্ল্ডের পাশেই বিশ্রামের জন্য রয়েছে ফয়’স লেক রিসোর্ট যেখানে বিভিন্ন আরামদায়ক কক্ষ, ভিন্নধর্মী বিনোদন ব্যবস্থার রিসোর্টটি আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত। দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের ব্যবস্থাও করা হয় পাশের লেক ভিউ রেস্টুরেন্টে। সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়’স লেক রিসোর্টের জুড়ি নেই।

ফয়’স লেক বেইসক্যাম্প

ফয়’স লেক কনকর্ড এর সর্বশেষ সংযোজন ফয়’স লেক বেসক্যাম্প বিনোদনের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। ভ্রমণপিপাসুদের জন্য ভিন্নধর্মী সব অ্যাডভেঞ্চার একটিভিটি যেখানে সারাদিন দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ফয়’স লেক বেইসক্যাম্প উপযুক্ত স্থান এই ঈদে। খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ একটিভিটি কিংবা বিশাল ফয়’স লেকে কায়াকিং বা বোট রাইড যে কোনও দর্শনার্থীকে চাঙা করে তুলবে নিমিষেই।

ঈদের বিশেষ সময় কাটানোর জন্য ফয়’স লেক কনকর্ডে বিশেষ আয়োজন করা হয়। প্রাকৃতিক জলরাশির মাঝে নৌ-ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন। তাই ঈদ প্রস্তুতি হিসবে নৌভ্রমণের নিরাপত্তা নিয়ে প্রস্তুতিমূলক পরিকল্পনা চলছে। সৌন্দর্য বাড়াতে পুরো কমপ্লেক্স রাঙ্গানোর কাজ চলছে। ঈদকালীন সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ব্যাপক আগমন ঘটবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে উৎসবমুখর পরিবেশে নিরাপত্তার সাথে  ঈদের ছুটি কাটানোর জন্য আদর্শ স্থান ফয়’স লেক কমপ্লেক্সে বেড়িয়ে আসতে পারেন।

ফয়’স লেক কমপ্লেক্সের পরিচালক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বাংলানিউজকে বলেন, ঈদ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছি আমরা। ঈদের দিন থেকে লোকসমাগম বাড়তে পারে। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।