ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণপিটুনি ...

চট্টগ্রাম: ঈদুল ফিতর উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেই গণপিটুনির শিকার হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

রোববার (৩০ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে মো. জসিম উদ্দিন জিসান (৩৬) নামের ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয় জনতা।  

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

জসিম উদ্দিন জিসান সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কান্তার পাড়ার আহমদ নবীর ছেলে। তিনি উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সাতকানিয়া থানার ওসি মো.জাহেদুল ইসলাম জানান, চাঁদ রাতে পরিবারের সদস্যদের জামা-কাপড় দিতে গেলে এলাকার লোকজন তাকে ধরে পিটুনি দেয়। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।