ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় খুঁটির সাথে ধাক্কা লেগে মো. অনিক (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।  

অনিক বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল কবিরের ছেলে।

মঙ্গলবার (১ এপ্রিল) বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাটের দক্ষিণ পাশে ব্রিজের ওপর সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ জানান, খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় অনিক।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করার পর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার এসআই সীমান্ত জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মরদেহ পরিবার নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৫  ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।