ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঈদের সকালে রান্নার সময় দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
ঈদের সকালে রান্নার সময় দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় ঈদের সকালে রান্না করার সময় দগ্ধ হয়ে ঊর্মি আকতার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

সোমবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বেলা ১১টার দিকে চাতরী ইউনিয়নের খাসখামা এলাকায় নঈম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ নঈম উদ্দিনের স্ত্রী ও একই ইউনিয়নের ডুমুরিয়ার রুদ্রুরা এলাকার মো. সেলিম উদ্দিনের মেয়ে।

জানা যায়, ঈদের দিন ঊর্মি রান্না করছিলেন। তখন চুলা থেকে আগুন তার নতুন শাড়িতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়ি ও স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় ঊর্মিকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। আগুনে তার শরীরের প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়্যবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।