চট্টগ্রাম: নগরের খুলশী এলাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ যুবদল কর্মী জিহাদুর রহমান জিহাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতার হোসেন বাংলানিউজকে বলেন, জিহাদ পায়ে গুলিবিদ্ধ এবং পেটে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।
গত ২১ মার্চ রাতে লালখানবাজার কুসুমবাগ এলাকায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছিল। এতে চারজন আহত হন। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছিল। ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
বিই/টিসি