ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শ্রমিক ছাঁটইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৫
শ্রমিক ছাঁটইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ 

চট্টগ্রাম: নগরের ইপিজেডে একটি জুতা তৈরির কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

 

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সোলাইমান  জানান, ‘এক্সেল সু’ নামে একটি প্রতিষ্ঠান তাদের ৪০ শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে ওই শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

প্রায় ২০ মিনিটের মতো শ্রমিকরা রাস্তায় ছিলেন। পরে আইনশৃঙ্খলা সদস্যরা গিয়ে তাদের সঙ্গে কথা বলেন।  তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।