চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ফুটসাল কার্নিভাল দ্বিতীয় সিজনের তিনদিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটেছে। ফুটসাল ছাপিয়ে এটি হয়ে উঠেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা।
শনিবার (৫ এপ্রিল) বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এই অনুষ্ঠানের সমাপনী ঘটে চান্দগাঁও ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে।
এবারের পর্বে অংশ নেয় ১৯৯৩ এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০২৬ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের ৩৪টি দল।
৫ এপ্রিল নক আউট পর্ব শুরু হয় রাউন্ড অফ ১৬ এর মাধ্যমে। এর মধ্যে মাঠে উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লেজেন্ডস অব ৮৭ এর শিক্ষার্থীরা। তাদের অভ্যর্থনা এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় সবাই। এরপর অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল। সিনিয়র শিক্ষক মো. মহিউদ্দিন এবং মাসুদ ইবনে আলম উপস্থিত হন ফরচুন প্রাঙ্গণে। তাঁদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
সর্বশেষ ৪ টিমের মধ্যে সিজিএইচএস ১৬ এবং সেভেনটিন এফসির ম্যাচে ফাইনালে উত্তীর্ণ হয় সিজিএইচএস ১৬। এছাড়া জিরো নাইন এফসি এবং দ্যা পোস্ট সিকার্স এর ম্যাচে দ্যা পোস্ট সিকার্স ফাইনালে উঠে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জিরো নাইন এফসিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে সেভেনটিন এফসি। ফাইনালে সিজিএইচএস ১৬ কে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট এর চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নেয় দ্যা পোস্ট সিকার্স।
টুর্নামেন্টের টপ স্কোরার হন দ্যা পোস্ট সিকার্স (টিপিএস)-এর নাফিস আহমেদ, এমভিপি নির্বাচিত হন টিপিএস এর আসিফ মাশরুর এবং প্লেয়ার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন একই দলের আমান উদ্দিন। এছাড়া শ্রেষ্ঠ গোলকিপার পদক পেয়েছেন সিজিএইচএস ১৬ এর রাইহান, ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যালেঞ্জার্স ২৬ এর সৌরভ। এছাড়া শ্রেষ্ঠ ভেটেরান খেলোয়াড় নির্বাচিত হন লেজেন্ডস ৯৬ এর জাবেদ। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতে নেয় টিম সিজিএইচএস ৯৫।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক জয়ন্ত বড়ুয়া, রক্তিম বড়ুয়া, রুবায়েত মোহাম্মদ ইমরুল হাসান। এছাড়া সিজিএইচ ফুটসাল কার্নিভাল সিজন টু এর স্পন্সর লেজেন্ডস ৮৭ এর পক্ষ থেকে কায়েস চৌধুরী এবং একে এম মুসলেহ উদ্দীন বাবু, নিনাদের পক্ষ থেকে বনকুসুম বড়ুয়া নুপুর, সিজিএইচএস ৯৫ এর পক্ষ থেকে ইফতেখার সোহাগ ও কামরুল হাসান, ওয়ারিশা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সারওয়ার আলম খান, ফরচুন স্পোর্টস এরিনার পক্ষ থেকে সায়মন সাদাত, টুর্নামেন্টের অন্যতম আয়োজক সকার ইউনাইটেড স্পোর্টস জোনের জয়ন্ত বড়ুয়া, উখিয়া উপজেলা ইউএইচ এন্ড এফপিও ডা. প্রণয় রুদ্র, কিডজি'র পক্ষ থেকে ইনকিয়াদ মোহাম্মদ, ভেলোসিটি ইন্টারনেটের পক্ষ থেকে তামিম ফাইজ, পিক্সকর্পের পক্ষ থেকে আকিল মোহাম্মদ, আরেকটা বই ডট কমের পক্ষ থেকে রিয়াদ আশরাফ, হ্যারিটেজ এক্সপ্রেস এর পক্ষ থেকে তৌকির ইরসাল, সেইভ বাংলাদেশ ফুটবলের পক্ষ থেকে আওসাফ তাহসিন ও পামেল দাশ এবং টিডিএস এর পক্ষ থেকে তাহমিদ রহমান এবং ফয়সাল।
উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের টিম ক্যাপ্টেন নাসিরসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং ৯৬ ব্যাচের টিম মেম্বার জাবেদ, কায়সারসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যতম আয়োজক রক্তিম বড়ুয়া। এছাড়া আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুবায়েত মোহাম্মদ ইমরুল হাসান। ভলান্টিয়ার টিমে ছিলেন- খালেদ আরমান রাকিব, মোহাম্মদ মুহিবুল ইসলাম, মুস্তাকিম বিল্লাহ, পামেল দাশ, ইসলাম জিসাদ, শমিত বড়ুয়া, মুনতাসির হোসেন মিহাল, মোহাম্মদ, অনিক বৈদ্য প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় সিজিএইচএস ফুটসাল কার্নিভাল। এবছরের দ্বিতীয় সিজন সফলভাবে সমাপ্তিতে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা হিসেবে ফুটসাল কার্নিভাল ভবিষ্যতে আরও বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হবে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
পিডি/টিসি