ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রতি ঘরে পৌঁছে দিতে হবে ইসলামের দাওয়াত: শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
প্রতি ঘরে পৌঁছে দিতে হবে ইসলামের দাওয়াত: শাহজাহান চৌধুরী ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।  

বুধবার (৯ এপ্রিল) সকালে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ সফল করার লক্ষ্যে সিআইএমসি অডিটোরিয়ামে চান্দগাঁও থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়-স্বজন কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না। আর সর্বপ্রথম দাওয়াত হবে নিজের নফসের প্রতি।

আমাদের কথা ও কাজে যেন কোনও অমিল না থাকে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের।

চান্দগাঁও থানা জামায়াতের আমীর মো. ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যাপক জসিম উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আজাদ চৌধুরী, ওমর গণি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, ইকামাতে দ্বীনের কাজ নবী রাসূলগণ করেছেন, এই কাজ আমাদেরকেও করতে হবে। পরকালে নাজাত পেতে ইকামাতে দ্বীনের বিকল্প নেই। গণসংযোগ পক্ষে প্রত্যেক মানুষের মাঝে কুরআনের দ্বীন কায়েমের দাওয়াত দিতে হবে। যত বাধা আসুক আমরা ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের অভাবী মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক আচরণের মাধ্যমে সকলকে আপন করে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।