চট্টগ্রাম: বন্দর থানাধীন কলসি দীঘির পাড় এলাকায় ৯ বছরের এক শিশুকে শ্লীলতাহানির ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টায় মোহাম্মদ রিপন নামের মোবাইল দোকানিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
জানা গেছে, শিশুটিকে প্রলোভন দেখিয়ে দোকানে এনে শ্লীলতাহানি করে রিপন। এ ঘটনা আশপাশের লোকজন দেখে ফেলে এবং তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দোকানিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এমআর/টিসি