ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ব মানবতা আজ ক্ষতবিক্ষত : মীর হেলাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
বিশ্ব মানবতা আজ ক্ষতবিক্ষত : মীর হেলাল ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিশ্ব মানবতা আজ বিশ্ব মোড়লদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে। মুসলিম-হিন্দু বলতে কোনো কথা নেই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারাই বিশ্ব মানবতার শত্রু।

 

বুধবার (৯ এপ্রিল) নগরের বিপ্লবী উদ্যানের সামনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাসান প্রমুখ।

মীর হেলাল বলেন, জাতিসংঘের নিশ্চুপ থাকা ইসরাইলকে আরো উৎসাহিত করছে। জাতিসংঘকে ফিলিস্তিনি জনগণের পক্ষে ইসরায়েলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত।  

এসময় তিনি সবাইকে ইসরায়েলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।