চট্টগ্রাম: ঈদের টানা ছুটিতে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্থবির হয়ে পড়া বন্দরের কনটেইনার ডেলিভারি কার্যক্রমে গতি এসেছে।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৮, ৯ ও ১০ এপ্রিল) তিন দিনে কনটেইনার ডেলিভারি হয়েছে প্রায় ১৬ হাজার টিইইউ'স।
এর মধ্যে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বন্দর থেকে ডেলিভারি হয়েছে ৫ হাজার ৮২ টিইইউস। পরদিন বুধবার তা বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৫৯ টিইইউস। মঙ্গলবার জাহাজ থেকে বন্দরে নেমেছে ৩ হাজার ৮৯০টি এবং জাহাজে তোলা হয়েছে ৩ হাজার ৪৪২টি। মোট হ্যান্ডলিং ৭ হাজার ৩৩২ টিইইউস। বুধবার হ্যান্ডলিং হয়েছে ৬ হাজার ৫৩২ টিইইউস।
এর আগের সোমবার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ৪৭৪ টিইইউস। ওই দিন ৫৩ হাজার ৫১৮ টিইইউস ধারণক্ষমতার বিপরীতে বন্দরে জমেছিল ৪৩ হাজার ১৯২টি।
ডেলিভারির বৃদ্ধির পাশাপাশি ৯ হাজার ৪৬১টি নিলামযোগ্য কনটেইনারের মধ্যে শতাধিক কনটেইনারে থাকা পণ্য নিলামের প্রক্রিয়া সম্পন্ন করছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে জানান, ঈদের টানা ছুটিতে আমদানিকারকরা বন্দর থেকে ডেলিভারি কিছুটা কম নিলেও প্রচুর কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। গত তিন চার দিনে প্রচুর কনটেইনার ডেলিভারি হচ্ছে।
তিনি জানান, বন্দর ও স্টেক হোল্ডারদের মধ্যে সুসমন্বয়, বন্দর কর্মকর্তাদের অভিজ্ঞতা, দক্ষতা, আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট, ইয়ার্ড ও টার্মিনালের ধারণক্ষমতা বৃদ্ধি, দণ্ডভাড়া আরোপ, অটোমেশনের কারণে কনটেইনার জট হওয়ার সুযোগ নেই।
একজন আমদানিকারক বাংলানিউজকে বলেন, বন্দরের জেটি, ইয়ার্ড, শেড, টার্মিনালে কনটেইনার খুলে পণ্য ট্রাক, কাভার্ড ভ্যানে ভরে ডেলিভারি আধুনিক বন্দরের যে কনসেপ্ট তার সঙ্গে যায় না। একটি ২০ ফুট লম্বা কনটেইনারের পণ্য খোলার পর অন্তত ২টি ট্রাক বা কাভার্ডভ্যান বন্দরে ঢোকাতে হয়। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে বন্দরের ভেতর কনটেইনার খুলে ডেলিভারি সিস্টেম থেকে বেরিয়ে ল্যান্ড লর্ড বা জমিদারি প্রথায় আসার।
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বাংলানিউজকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে ৩৮ আইটেমের আমদানি পণ্য ডিপোতে নিয়ে ডেলিভারি করা হয়। পাশাপাশি সব রপ্তানি পণ্যের কনটেইনার ডিপোতে রেডি করার সুযোগ রয়েছে। বন্দরের ভেতর কনটেইনার খুলে ডেলিভারির সুযোগ কমাতে পারলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্দরে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কনটেইনার এবং ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এআর/টিসি