চট্টগ্রাম: রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে নগরের সিআরবি এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে এই অভিযান পরিচালিত হচ্ছে।
রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বাংলানিউজকে বলেন, গত ১০ ডিসেম্বর রেল মন্ত্রণালয় থেকে রেলের জমি দখলকারীদের ৭ দিনের সময়সীমা দিয়ে জায়গা ছাড়ার নোটিশ পাঠানো হয়। এরপর ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ অভিযান সিআরবি থেকে শুরু হয়ে নতুন রেলস্টেশন পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয়ভাবে একাধিকবার মাইকিং ও সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।
অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
বিই/টিসি