চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হন আরও ৩ জন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার সরফভাটার সীমান্তবর্তী বোয়ালখালীর দুইজ্জাখালের লেমু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আওয়াইমং মারমা (৩৩) সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।
স্থানীয় বাসিন্দা মাস্টার অনন্ত চৌধুরী জানান, নিহত ও আহতরা পেশায় লেবু চাষী৷ প্রতিদিন লেবু বাগান পরিচর্যা, লেবু তোলা ও বিক্রি করে তারা সংসার চালায়। প্রায় রাতে তারা বাগান পাহাড়া দিতে সেখানে রাত্রিযাপন করে। বুধবার রাতেও তারা ৪ জন লেবু বাগান পাহাড়া দিতে গেলে ভোররাতে একদল সন্ত্রাসী হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হয় ৩ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বাংলানিউজকে বলেন, লেবু চাষীদের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এমআর/টিসি