চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার রুকন, বিএফআইডিসি জামে মসজিদের সাবেক খতিব, কক্সবাজারের চকরিয়া নিবাসী আলেমে দ্বীন মাওলানা আবুল হাসেম জিহাদীর জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদের মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজুর রহমান, মরহুমের ছেলে হিজবুল্লাহ মুজাহিদ, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।
জানাজার নামাজের ইমামতি করেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা সাবেক প্রধান মুহাদ্দিস ও চকবাজার নুর পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মাকছুদুর রহমান।
জানাজায় যোগ নেন নগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাসের, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, চান্দগাঁও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণি ও আজাদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।
মাওলানা আবুল হাসেম জিহাদী বুধবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ৪ ছেলে বহু আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে যান।
তার ইন্তেকালে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোক বাণীতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসি/টিসি