চট্টগ্রাম: এসএসসি পরীক্ষার প্রথম দিন তীব্র তাপদাহে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগরের ১১টি পরীক্ষাকেন্দ্রে বসার জন্য ছাউনি, চেয়ার এবং কোমল পানীয় বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) নগরের নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল, চট্টগ্রাম মডেল স্কুল, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও সিএমপি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা সাঈদ আল নোমান।
এসময় তিনি বলেন, রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়। এখানে সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আছে, সে জায়গাগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এসি/টিসি