ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার পর হত্যা, আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার পর হত্যা, আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়ায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি নাজিম উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাজিম উদ্দিন সাতকানিয়ার খাগরিয়া এলাকার মৃত সৈয়দ আহমদ ও রুকিয়া বেগমের ছেলে।  

চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল জানান, এ ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে।

গত বুধবার রাতে নিহত কলেজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় ধর্ষণচেষ্টা ও হত্যা মামলা করেন। মামলায় নাজিম উদ্দীনকে একমাত্র আসামি করা হয়। এর আগে মঙ্গলবার রাত দুইটার দিকে নানার বাড়ির শৌচাগার থেকে পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী তামান্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তার নানা-নানিকেও উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।