চট্টগ্রাম: বাঁশখালীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়েছে স্বামী ফরিদুল আলম।
শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী মিনু আক্তার (৩৫) বাহারছড়া পশ্চিম ইলশার অজি আহমদের কন্যা।
জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার পুত্র নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে মিনু আক্তারের (৩৫) বিয়ে হয় ১৫ বছর আগে।
শুক্রবার ভোরে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে তাকে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসি/টিসি