ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
বাঁশখালীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা  ...

চট্টগ্রাম: বাঁশখালীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়েছে স্বামী ফরিদুল আলম।

শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার শেওলা বাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী মিনু আক্তার (৩৫) বাহারছড়া পশ্চিম ইলশার অজি আহমদের কন্যা।

জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার পুত্র নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে মিনু আক্তারের (৩৫) বিয়ে হয় ১৫ বছর আগে।

তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায়ই চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

শুক্রবার ভোরে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে তাকে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।