চট্টগ্রাম: বাঁশখালীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আদিব (২৩) পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চানপুর গাজী বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে। সে নগরের এমইএস কলেজে রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আদিবকে আটক করেন।
এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা পাওয়া যায়। আদিব দীর্ঘদিন ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রি করে আসছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমআর/টিসি