চট্টগ্রাম: 'মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক'- শিরোনামে চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে জনপ্রিয় ব্যান্ড সোলসের একক পরিবেশনা। এতে সংগীত, স্মৃতি আর আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা জানাতে অংশ নেবেন সোলসের শুরু থেকে এখন পর্যন্ত সব সদস্যরা।
২ মে নগরের বেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রবেশের জন্য ৪০০ টিকিট বিক্রি করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) নগরের হোটেলটির নীলগিরি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুমা মুর্শেদ।
তিনি জানান, বাংলাদেশের আইকনিক রক ব্যান্ড 'সোলস' এর পাঁচ দশকের সংগীতযাত্রাকে উদযাপন করতে 'মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড : ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক' শিরোনামে একটি ঐতিহাসিক সঙ্গীতানুষ্ঠানের ঘোষণা দিয়েছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। আগামী ২ মে বেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে বহু প্রতীক্ষিত এই আনপ্লাগড কনসার্টটি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ১৭ এপ্রিল থেকে এ শো-এর টিকিট বিক্রি শুরু হবে। সোলস ব্যান্ড, আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স এবং টাইটেল স্পন্সর- মাস্টারকার্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজগুলোতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিশেষ অফার হিসেবে মাস্টারকার্ড-এর ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডাররা টিকিটে পাবেন ফ্ল্যাট ২০ শতাংশ ছাড়। এছাড়া সরাসরি টিকিট নিতে চাইলে, দর্শকরা রেডিসন চট্টগ্রাম বে ভিউ-এর রিসেপশন ডেস্ক থেকে কিনতে পারবেন।
এতে ভার্চুয়ালি অংশ নিয়ে সোলসের গায়ক পার্থ বড়ুয়া বলেন, এই ইভেন্টটা অনেক টাফ। তবে মাস্টারকার্ডের সহযোগিতায় আমরা এটিকে সম্ভব করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে সোলসের শুরু থেকে সকল সদস্যদের আনার চেষ্টা করছি। নকিব ভাইসহ সবাই আমাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক বলেন, সোলস চট্টগ্রামেরই একটি ব্যান্ড। চট্টগ্রাম ছাড়া সোলস হবে না। তাই সোলসের এই আয়োজনকে সফল করবেন চট্টগ্রামবাসী।
এসময় বক্তব্য রাখেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, সোলস ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর মাসুম, মারুফ হাসান রিয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
বিই/পিডি/টিসি