ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া জলদস্যু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া জলদস্যু গ্রেপ্তার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া জলদস্যু রফিক উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রফিক উল্লাহ মহেশখালীর কালারমারছড়া নোনাবাড়ি এলাকার মফিজুর রহমান বলির ছেলে।  

পুলিশ জানিয়েছে, অস্ত্র মামলার আসামি রফিক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দী অবস্থায় অসুস্থ হলে গত ২৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন ছিল।

১৫ এপ্রিল তাকে ছাড়পত্র দেওয়া হয়। ওইদিন দুপুরে পুলিশকে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।  

এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করা হয়। দায়িত্বে অবহেলার দায়ে সিএমপির কনস্টেবল মো. আবদুল ও মো. মামুনকে সাময়িক বহিষ্কার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু রফিক উল্লাহকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।  শুক্রবার (১৮ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।