চট্টগ্রাম: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে চবির শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ সভাপতি মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সহ বিভিন্ন হল ফ্যাকাল্টির নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নতুন বন্দোবস্তের নামে নতুন করে খুনের রাজনীতির সংস্কৃতি চালু হয়েছে।
এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চাকসু ভবন হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমআই/পিডি/টিসি