চট্টগ্রাম: আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) নাজিরহাট দায়রা শাখার উদ্যোগে ফটিকছড়িতে দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ধারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিট এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবাই হল আসল ইবাদত।
অনুষ্ঠানে শতাধিক তরুণ অংশগ্রহণ করে রক্তের গ্রুপ নির্ধারণ ও রক্তদান করে। ব্লাড ডোনেশন ক্যাম্পে ৪৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীরা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
পিডি/টিসি