ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নারী ও শিশু নিযার্তন প্রতিরোধে আইনগত চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক কর্মশালা।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ‘বাংলাদেশে নারী ও শিশু নিযার্তন একটি ব্যাপক সামাজিক সমস্যা, যার প্রতিকারে প্রয়োজন কার্যকর আইন প্রয়োগ এবং জনসচেতনতা’ এই বিষয়টি সামনে রেখে দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তিনটি সেশনে বিচারক, আইনজীবী ও গবেষকরা মতামত ও আলোচনা উপস্থাপন করেন। প্রথম সেশনে আলোচক ছিলেন জেলা ও দায়রা জজ (মানবপাচার অপরাধ ও প্রতিরোধ ট্রাইব্যুনাল) এ এম জুলফিকার হায়েত।

দ্বিতীয় সেশনে বক্তব্য দেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সিনিয়র রিসার্চ অফিসার মানিষা বিশ্বাস, তৃতীয় ও শেষ সেশন পরিচালনা করেন নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রাম এর পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল-আলম চৌধুরী (মারুফ)।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ, মুট কোর্ট সোসাইটির মডারেটর খাদিজাতুল কুবরা ও মোহাম্মদ জাহেদুল ইসলাম এবং আইন বিভাগের শিক্ষকরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন দমনে আইনগত প্রক্রিয়া, চ্যালেঞ্জ ও প্রাসঙ্গিক প্রতিকার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পান। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।