চট্টগ্রাম: মীরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়লে আবুল কাশেম (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলাএ হাদি ফকিরহাট বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম, মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের উত্তর গাছবাড়িয়া এলাকার মৃত এবাদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেল তাঁর গায়ের ওপর ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন জানান, বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
পিডি/টিসি