চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কোরবান আলি হাজী বাড়ি থেকে বিলকিস আক্তার (১৯) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
বিলকিস ওই এলাকার প্রবাসী মো. আব্বাসের স্ত্রী। ১ বছর পূর্বে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
ভূজপুর থানার ওসি মুহাম্মদ মাহাবুবুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কারও অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এসি/টিসি