চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা রোববার (২৭ এপ্রিল) স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে।
রিসোর্স পারসন ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে রিমার্ক এইচবি’র এরিয়া ম্যানেজার উমং চিং মারমা।
করপোরেট জগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি ক্ষেত্র- এ বিষয়কে সামনে রেখে কর্মশালায় উমং চিং মারমা তাঁর পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেন। তিনি ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, অপারেশন পরিচালনা, সেলস ফোর্স ম্যানেজমেন্ট, মার্কেট কমিউনিকেশন এবং প্রমোশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। বাস্তব জীবনের উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সামনে করপোরেট দুনিয়ার বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন।
এই সেশনে কিভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, দলগত কাজ, অভিযোজন ক্ষমতা এবং দক্ষ যোগাযোগের মাধ্যমে বাস্তব জগতে সফল হওয়া সম্ভব তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সফলতা শুধু একাডেমিক ডিগ্রিতে সীমাবদ্ধ নয়; বাস্তব অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসই হলো করপোরেট জগতে টিকে থাকার মূল চাবিকাঠি।
পরে সাউদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন সফল অ্যালামনাইদের অংশগ্রহণে শিক্ষার্থীদের পথচলা আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এসি/টিসি