চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন।
বিভাগের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী এবং শিক্ষক আবদুল ওহাব এর তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ৩৭ ও ৩৮ তম ব্যাচের শিক্ষার্থীরা চুয়েট-এ পৌঁছালে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জাহেদুল ইসলাম ও অন্যান্যরা তাদের স্বাগত জানান।
পরিদর্শন ও শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রদান এবং কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন ল্যাব পরিদর্শনকালে ড. মুহাম্মদ জাহেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব হচ্ছে প্রতিযোগিতাময়, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সবাইকে প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে, তথ্য প্রদান, যোগাযোগ ও প্রযুক্তিগতভাবে যারা এগিয়ে থাকবে তারাই প্রতিযোগিতায় সফল হবে।
শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদের জন্য যে আয়োজন করেছেন তার জন্য আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য এই পরিদর্শন সহায়ক ভূমিকা পালন করবে। আমরা ধন্যবাদ জানাই চুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে এই ধরনের পরিদর্শনে আমাদের সহযোগিতা করার জন্য।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৩০. ২০২৫
পিডি/টিসি