ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘দেশি-বিদেশি পর্যটক টানছে সীতাকুণ্ড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, এপ্রিল ৩০, ২০২৫
‘দেশি-বিদেশি পর্যটক টানছে সীতাকুণ্ড’

চট্টগ্রাম: কেবল দেশি পর্যটকই নয় বিদেশি পর্যটকদেরও কাছে টানছে সীতাকুণ্ড। পাহাড় সমুদ্রের অপূর্ব মিলনক্ষেত্র এই উপজেলায় অসংখ্য নয়নাভিরাম ঝরনা রয়েছে।

সহস্রধারা, খৈয়াছড়া ঝরনা তার মধ্যে অন্যতম। আশা করছি অতীতের গ্লানি ভুলে এই পর্যটন স্পটগুলো নিরাপদ নির্বিঘ্ন রাখতে বন বিভাগ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
 

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বনবিভাগ আয়োজিত জনসচেতনামূলক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এসব কথা বলেন।  

সভায় সভাপতিত্ব করেন এআর এন্টারপ্রাইজ ও গোল্ডেন ট্রেড এর কর্ণধার আলাউদ্দিন রুবেল। চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কর্মকর্তা এস এম কায়সার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুরসালিন, বাঁশবাড়িয়া সভাপতি সালামত উল্লাহ বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জয়নাল আবেদিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।