ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মে দিবসে সীতাকুণ্ড শিল্পাঞ্চল শ্রমিকদের র‌্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ১, ২০২৫
মে দিবসে সীতাকুণ্ড শিল্পাঞ্চল শ্রমিকদের র‌্যালি

চট্টগ্রাম: মহান মে দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড, কুমিরা ও ফৌজদারহাট শিল্পাঞ্চলের শ্রমিকদের পৃথক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃস্পতিবার (১ মে) দুপুর ১২টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সদর সীতাকুণ্ড বাজারে এক বণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় বাড়বকুণ্ড, কুমিরা ও ফৌজদারহাট শিল্পাঞ্চলের সহস্রাধিক শ্রমিক উপজেলায় অংশ নেন। পরে সীতাকুণ্ড পৌরসভা চত্বরে উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বশরে সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, উত্তর জেলা  বিএনপির সদস্য জহরুল আলম জহুর, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক, প্রগতি ইন্ডাস্ট্রিজ সিবিএর সভাপতি নাছির উদ্দিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলী।
সভা পরিচালনা করেন, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম সাদেক ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।  

অপরদিকে সকাল ৯টায় উপজেলা জামায়াতে অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সদর সীতাকুণ্ডে মহান মে দিবসে র‌্যালি ও শ্রমিক সমাবেশ আয়োজন করে। সীতাকুণ্ড উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সভাপতি আলাউদ্দিন সিকদার। বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদসহ প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।