চট্টগ্রাম: মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়। বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তিপ্রস্তর।
রোববার (৪ মে) বিকেলে নগরের আগ্রাবাদ এলাকায় আগামী ১০ মে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার সহ সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। পর পর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আমাদের লক্ষ্য তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ করা। আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করা।
ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু'র সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান সিকদার সোহাগ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আলমগীর, মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মো. লিটন, সহ দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মো.পারভেজ, সহ পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু প্রমুখ।
একইদিনে নগরের কোতোয়ালী ও সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ৪, ২০২৫
এমআই/পিডি/টিসি