ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবনের পাইলিংয়ের সময় মিলল বোমাসদৃশ ৬ বস্তু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, মে ৫, ২০২৫
ভবনের পাইলিংয়ের সময় মিলল বোমাসদৃশ ৬ বস্তু  ৬ বোমাসদৃশ বস্তু

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং করার সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।  

সোমবার (৫ মে) দুপুরে পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা।

বোম্প ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৫, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।