চট্টগ্রাম: ফটিকছড়িতে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ জমিতে অবৈধভাবে ১১টি দোকান নির্মাণ করে দখলে রেখেছিল।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাতে ঘটনাস্থল যাওয়ার আগেই প্রায় ৮০ শতাংশ স্থাপনা সরিয়ে নেন দখলকারীরা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, নাজিরহাট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেন। এছাড়া, অভিযানে আনসার সদস্যরা সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ৮, ২০২৫
বিই/পিডি/টিসি