ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, মে ৮, ২০২৫
ফটিকছড়িতে আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে অভিযান পরিচালনা করে প্রায় আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে এ জমিতে অবৈধভাবে ১১টি দোকান নির্মাণ করে দখলে রেখেছিল।

 

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাতে ঘটনাস্থল যাওয়ার আগেই প্রায় ৮০ শতাংশ স্থাপনা সরিয়ে নেন দখলকারীরা।

পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, নাজিরহাট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেন। এছাড়া, অভিযানে আনসার সদস্যরা সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ৮, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।