চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘Convergence and Divergence between Corporate Research and Academic Research’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর আবু মোহাম্মদ আতিকুর রহমান, কী-নোট স্পীকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের প্রফেসর ড. আইয়ুব ইসলাম।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরীন এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রোজিনা আকতার ।
এসময় উপাচার্য বলেন, পেশাগত জীবনে আমরা নিজেকে একজন দক্ষ পেশাজীবী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি।
কী-নোট স্পীকার প্রফেসর ড. আইয়ুব ইসলাম বলেন, একটি দেশের জনগণ শুধু শিক্ষিত হলে সে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না, বরং সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চাই দক্ষ মানবসম্পদ। দক্ষ মানবসম্পদই করতে পারে সে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন। দেশে আমরা সাধারণত শিক্ষাবিদদের উচ্চ শিক্ষা বা বিভিন্ন বিষয়ে গবেষণা করতে দেখি। কিন্তু বর্তমান যুগে ব্যবসা বা অর্থনৈতিক উন্নয়নে গবেষণার বিকল্প নেই। আমরা যদি কর্পোরেট রিসার্চ এবং একাডেমিক রিসার্চে সম্মিলন তৈরি করতে পারি তাহলে সার্বিক সফলতা আসবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ৮, ২০২৫
পিডি/টিসি