ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যাহ্নভোজে ফুল নিয়ে মায়েদের পাশে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, মে ১১, ২০২৫
মধ্যাহ্নভোজে ফুল নিয়ে মায়েদের পাশে  মায়েদের হাতে গোলাপ ফুল দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম: বিশ্ব মা দিবসে চট্টগ্রামের রাউজানের আমেনা বশর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করেছেন একদল তরুণ।  

রোববার (১১ মে) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মায়েদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ।

 

এদিন দুপুরে বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। অসুস্থ মায়েদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।



এ সময় বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি হাটহাজারী উপজেলার সমন্বয়ক আলাউদ্দিন আমিরি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু দেবনাথ, রাজু দাশ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দলের রনি দাশসহ অন্যরা।  

বক্তারা বলেন, সমাজ ও পরিবার গঠনে মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মা হলো একটি প্রতিষ্ঠান, একটি জগৎ। মায়ের ঋণ কোনদিন শোধ হওবার নয়। এই পৃথিবীতে মা আমাদের সবচেয়ে আপনজন। মায়া-মমতা ও ভালবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সব কাজই করে থাকেন। যার সাথে মায়ের দোয়া বা আশীর্বাদ আছে, সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিৎ।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।