ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৯ উপজেলায় এনসিপির পথসভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, মে ২৫, ২০২৫
চট্টগ্রামের ৯ উপজেলায় এনসিপির পথসভা ...

চট্টগ্রাম: চট্টগ্রামের ৯টি উপজেলায় রোববার (২৫ মে) পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এসব পথসভাতেই উপস্থিত থাকছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

চট্টগ্রামে এনসিপির মিডিয়া উইংয়ের মুখপাত্র আরাফাত আহমেদ রনি জানান, সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, সকাল ১০টায় আনোয়ারার চাতুরী চৌমুহনী, বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা চত্বর, দুপুর দেড়টায় সাতকানিয়ার কেরানীহাট, দুপুর ২টায় লোহাগড়া উপজেলার আমিরাবাদ, বিকেল সাড়ে ৩টায় চন্দনাইশের দোহাজারী পৌরসভা, বিকেল ৪টায় চন্দনাইশ পৌরসভা, বিকেল ৫টায় পটিয়া উপজেলা কলেজ গেইট মোড়, সন্ধ্যা ৬টায় বোয়ালখালী উপজেলার গোমদণ্ডি ফুলতলে পথসভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পথসভাগুলোতে জাতীয় নাগরিক কমিটির চট্টগ্রাম এবং কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।