ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে হাসপাতালে ৫ টাকায় মিলছে সেবা, বিনামূল্যে ওষুধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, মে ২৭, ২০২৫
রেলওয়ে হাসপাতালে ৫ টাকায় মিলছে সেবা, বিনামূল্যে ওষুধ ...

চট্টগ্রাম: সবার জন্য উন্মুক্ত করা হয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগ। এখন রেলের কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি এ হাসপাতালে এখন থেকে চিকিৎসা নিতে পারছেন সাধারণ মানুষ।

সম্প্রতি  হাসপাতালটি ‘জেনারেল হাসপাতাল’ হিসেবে পুনর্গঠিত হয়েছে।  

এ হাসপাতেলর বহির্বিভাগে এখন পাঁচ টাকায় টিকেট কিনে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও পাচ্ছেন রোগীরা।

 

বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা জানালেন, স্বল্প খরচে চিকিৎসা সেবা পেয়ে তারা খুশি। তবে সব ধরনের ওষুধ তারা এ হাসপাতাল থেকে পাচ্ছেন না।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, এরই মধ্যে ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৬ নার্সকে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি পুরোপুরি চালু হলে কিছুটা হলেও চাপ কমবে চট্টগ্রাম মেডিক্যালের ওপর।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ইবনে সফি আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, চালু হওয়ার পর থেকে কিছুটা সাড়া পাওয়া যাচ্ছে। সময়ে সঙ্গে সঙ্গে আরও সাড়া পাওয়া যাবে আশা করছি। বহির্বিভাগে সেবা দিতে এখন পর্যন্ত ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৮ জন মেডিক্যাল অফিসার যুক্ত হয়েছেন। আরও কয়েকজন চিকিৎসক যুক্ত হবেন। রোগীর চাপ বাড়তে থাকলে পর্যায়ক্রমে আমাদের সেবার মান বাড়ানোর পরিকল্পনা আছে।  

এখন শুধুমাত্র আউটডোর চিকিৎসা কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, ইনডোর চালু করতে একটু সময় লাগবে। ইনডোর চালু করতে গেলে রোগীদের খাওয়ার–দাওয়া রোগীদের থাকার জন্য বেডের প্রয়োজন আছে। এসব কিছুর জন্য একটু সময় লাগবে। খাবারের ব্যাপারে ঠিকাদার নিয়োগ করতে হবে। তাই এখন প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোর কার্যক্রম চলবে।  

হাসপাতালটিতে  অর্থোপেডিক, গাইনি ও অবস, মেডিসিন, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল এবং সার্জারি বিভাগে সেবা প্রদান করা হবে। এছাড়াও থাকবে আধুনিক ল্যাবরেটরি ও রেডিওলজির সুবিধা। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সেবা সবার জন্য চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্তঃবিভাগ (ইনডোর) সেবাও চালু হবে।

  এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।