চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট এর যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক সেমিনার মঙ্গলবার (২৭ মে) বায়েজিদ আরেফিন নগরে হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম মুহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থ্যালাসেমিয়া রোগের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি করা সম্ভব। ধীরে ধীরে সেই কর্মসূচি সামাজিক পর্যায়েও ছড়িয়ে দিতে হবে। এসময় তিনি কিভাবে তরুণ প্রজন্ম জাতির ভবিষ্যৎ হিসেবে মানবিক দায়িত্বে এগিয়ে আসতে পারে সে বিষয়ে আলোকপাত করেন এবং থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন।
মূল প্রবন্ধে ডা. জয়নাল আবেদিন মুহুরি থ্যালাসেমিয়া নিয়ে তাঁর জীবনলব্ধ অভিজ্ঞতা, গবেষণা ও সংগ্রাম সম্পর্কে সকলকে অবহিত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। । তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় এই জটিল রোগকে সহজবোধ্য করে তুলেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে এক নতুন চেতনার জন্ম দিয়েছে-‘জানি, বুঝি, পরিবর্তন আনি’।
রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম মুহিবুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই আয়োজন সফল করার জন্য।
এসি/টিসি