ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপে বসতঘরে মিললো গৃহবধূর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, মে ২৮, ২০২৫
সন্দ্বীপে বসতঘরে মিললো গৃহবধূর মরদেহ ...

চট্টগ্রাম: সন্দ্বীপে বসতঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

তার নাম মিনারা বেগম (৩২)।

তিনি স্থানীয় আলমগীর হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের সুরমান পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিনারা বেগমের গলায় ক্ষতচিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।

সন্দ্বীপ থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, ওই গৃহবধূর মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।