ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভাটিয়ারীতে ১০ লাখ টাকার চোরাইপণ্য উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জুলাই ১৯, ২০২৫
ভাটিয়ারীতে ১০ লাখ টাকার চোরাইপণ্য উদ্ধার 

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১৬ হাজার টাকার চোরাইপণ্য উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (১৯ জুলাই) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর চারটায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দেয়। বোটে অবস্থানরত চোরেরা বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়।

পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লাখ ১৬ হাজার টাকার ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই পণ্য যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআর/ টিসি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।