ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে গাছের সঙ্গে বেঁধে নারীকে মারধর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, আগস্ট ১৪, ২০২৫
বোয়ালখালীতে গাছের সঙ্গে বেঁধে নারীকে মারধর 

চট্টগ্রাম: বোয়ালখালীতে স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মবের শিকার হয়েছেন এক নারী। ‘বাচ্চা চোর’ অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধর করে স্থানীয় লোকজন।

এসময় তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শাকপুরার নবাব আলীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।   

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০-৯০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ওই নারী নগরের হালিশহরের একটি পোশাক কারখানায় কাজ করেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।  

ভুক্তভোগী ওই নারী জানান, এক বছর আগে ইমো অ্যাপের মাধ্যমে শাকপুরা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে আজিজুল হকের (৩৫) সঙ্গে পরিচয় হয়। এরই সূত্র ধরে আজিজুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ মাস পূর্বে আজিজুল হক বিয়ে করবে বলে নগরের ভাড়া বাসায় তাকে রাখেন। গত দুই সপ্তাহ ধরে আজিজুল কোনো যোগাযোগ করছিলো না।

তিনি বলেন, খোঁজ নিয়ে বুধবার বিকেলে আজিজুলের বাড়িতে আসলে সে আমাকে চিনে না বলে মারধর শুরু করে। এতে ওর পরিবারের লোকজনও যোগ দেয় এবং আমার সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে মুখে টেপ লাগিয়ে দেয়। একপর্যায়ে ‘বাচ্চা চোর’ বলে চিৎকার করতে থাকে। এতে লোকজন জড়ো হয়ে একটি রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর শুরু করে। পুলিশ উদ্ধার না করলে ওরা আমাকে মেরেই ফেলতো।

ওই নারী দাবি করেন, আজিজুল জানিয়েছিলো সে ডিভোর্সি। বাড়িতে এসে জানতে পারি তার স্ত্রী রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, স্থানীয় লোকজন বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা করায়। ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ এজহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।