চট্টগ্রাম : আজ বিশ্ব আলোকচিত্র দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর উদ্যোগে এবং সারাদেশের প্রায় ৫০টিরও অধিক আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান, সোসাইটি, ক্লাব ও সমমনাদের সহযোগিতায় দেশব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি চত্বরে বিকেল ৫টায় বর্ণাঢ্য র্যালি ও মুক্ত আলোচনার আয়োজন করে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল।
মুক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চিত্রচিন্তার সিনিয়র উপদেষ্টা মউদুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট আলোকচিত্রী মহিউদ্দিন আহমেদ শাহীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রচিন্তার প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ রাসেল। তিনি তাঁর বক্তব্যে বলেন— “আজ বিশ্ব আলোকচিত্র দিবসের সঙ্গে সঙ্গে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল পাঁচ বছরের পথচলা অতিক্রম করছে। দেশ-বিদেশে সুপরিচিত এই সংগঠন নিয়মিত ফটো ওয়ার্কশপ, ফ্রি ফটোগ্রাফি কোর্স এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আলোকচিত্রচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। ” তিনি চিত্রচিন্তার সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আলোকচিত্রী মুহাম্মদ মনসুরুল আজম।
এছাড়া উপস্থিত ছিলেন আলোকচিত্রী ডা. অনীক চন্দ, ফারুক বিন সাদেক, বিধান চন্দ্র, শহীদ কায়সার, মাহমুদ কাব্য, মাহমুদুল হাসান সুমন, নির্মল দাস বিজয়, ইমরান রহমান, রিটু রায়, ইসমাইল হোসেন।
পিডি/টিসি